E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০২৪ মে ০৬ ১৬:১৮:৫০
কাপাসিয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রবিবার রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার কাপাসিয়া, তরগাও, আড়াল, কড়িহাতা, চাদপুর, দুগাপুর ইউনিয়ন গুলোর আগাম লেচু, আম, কাঠাল, গাছগুলোর উপড়ে পড়ে। 

এলাকার মাটির ঘড়, স্কুল, মাদ্রাসার ঘরে চাল উড়ে গেছে। অনেক মসজিদ, বাড়ি ঘড় ভেঙ্গে পড়েছে। এতে কয়েকজন আহত হওয়ায় খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিশেষ করে ইরিবোরো ধান ক্ষেত পানিতে ডুবে গেছে। উরতি ধান কাটতে না পেরে কৃষকরা অসহায় হয়ে পড়ে।

আজ সোমবার কাপাসিয়া উপজেলানির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান বিভিন্ন এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য উপজেলা প্রকল্প বাস্তববায়ন কমর্কতাকে নিদেশ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জেলা প্রশাসক মহোদয়কে জানানোর পর ক্ষতিগ্রস্ততের সরকারি সাহায্য করা হবে।

(এসকেডি/এসপি/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test