E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা জিয়ার সবুজ সংকেতে রামগঞ্জে জিয়া সমর্থকদের উল্লাস

২০১৪ নভেম্বর ১৮ ২২:০৪:০২
খালেদা জিয়ার সবুজ সংকেতে রামগঞ্জে জিয়া সমর্থকদের উল্লাস

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার বিএনপি নেতা সাবেক এলজিআরইডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে দলে ফিরিয়ে নেয়া হচ্ছে এমন খবর রামগঞ্জ উপজেলাব্যাপী  ছড়িয়ে পড়লে জিয়াউল হক জিয়া সমর্থিত ঝিমিয়ে পড়া বিএনপির যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

“সংস্কারপন্থিদের দলে ফিরতে সবুজ সংকেত খালেদার” এমন সংবাদের ভিত্তিতে সোমবার তারা মিষ্টি বিতরণ করেন। উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার, ৬ নম্বর ইউনিয়নের লামচর, কালিকাপুর, বেড়ীরবাজার, রামগঞ্জ পৌরসভার টামটা, সোনাপুর বাজার, ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার, শেখপুরা বাজার, ৩ নম্বর ভাদুর ইউনিয়নের কেথুড়ী বাজার, সাউধেরখিল, হানুবাইশ, ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও বাজার, হরিশ্চর, মাসিমপুর বাজার সহ বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা আনন্দে উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে।

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার আস্থাভাজন সাবেক ভারপ্রাপ্ত মেয়র হানিফ পাটওয়ারী, শেখ কামরুজ্জামান, আবুল বাশার সতু, ৩নম্বর ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যা, মিজানুর রহমান মিরন, আবদুর ছাত্তার লাতুসহ নেতৃবৃন্দ জানান, জিয়াউল হক জিয়া সংস্কারপন্থি ছিলেন না।

তিনি বিএনপিতেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বর্তমান সরকার তাকে মন্ত্রীত্বের লোভ দেখিয়েও আওয়ামী লীগে নিতে পারেন নি। আমরা চাই সারাদেশের ন্যায় সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জিয়াউল হক জিয়াসহ দলের ত্যাগী ও আস্থাভাজন নেতাদের দলে ফিরিয়ে নিয়ে সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করারও আহ্বান জানান তারা। এ ব্যপারে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেন, “কোথা থেকে এমন তথ্য পেয়েছে জানি না। তবে আমি বলতে চাই আমি কখনো সংস্কারপন্থি ছিলাম না। আমাকে ষড়যন্ত্র করে দলের বাইরে রাখা হয়েছে। আমি বিএনপিতে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো।


(এমএএইচপি/এসসি/নভেম্বর১৮,২০১০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test