E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন আতাউর রহমান

২০২৪ মে ০৬ ১৭:৩৫:৫০
চাটমোহরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন আতাউর রহমান

শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ (আরসিএন অ্যান্ড বিএসএন) মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে আতাউর রহমান যোগদান করেছেন।

সোমবার (৬ মে) দুপুরে তিনি যোগদান করেন। সহকারী প্রধান শিক্ষক যোগদান করলেও বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ শুন্য থাকায় তিনি এখন থেকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পাবনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মুহাম্মদ মোরতজা, সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম।

এ সময় চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবু ইসাহাক, রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোতালেব, শায়লা সুলতানা, সেলিনা খাতুন, এমদাদুল হক, আবু বকর সিদ্দিক, সাজেদুর রহমান, কুমার অভিজিৎ সরকার সহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যোগদান করার পর সবার উদ্দেশ্যে আতাউর রহমান বলেন, শিক্ষকতা জীবনে কখনও কোনো অন্যায়ের সাথে আপস করিনি। করবো না। সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করেছি। চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রেখে কীভাবে আরো সামনে এগিয়ে নেয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। এ জন্য তিনি শিক্ষক, কর্মচারী ও নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সবাইকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভালটুকু দিয়ে চেষ্টা করে যেতে হবে। তাহলেই ভাল কিছু সম্ভব। আর শিক্ষকতা যেহেতু মহান পেশা, সেহেতু এর মর্যাদা নিজেদেরই ধরে রাখতে হবে। শিক্ষকরা যদি রাজনীতি বা অন্য কোনো দিকে ঝুঁকে পড়েন বা যুক্ত থাকেন তাহলে কিন্তু শিক্ষকদের যে সম্মান তা নষ্ট হয়।

(এসএইচ/এসপি/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test