E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবির ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু

২০১৪ নভেম্বর ১৮ ২২:২০:২০
ইবির ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৫টি অনুষদের ৮টি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু হচ্ছে।

২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা হতে বিকেল ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকেল ৪টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চতুর্থ শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর এ ইউনিটে-৪৪৫৪, বি ইউনিটে-২১০৯৫, সি ইউনিটে-১৫৫৭৬, ডি ইউনিটে-১০৬৪৭, ই ইউনিটে-১০২৪৬, এফ ইউনিটে-২৫৪৯, জি ইউনিটে-১৪১২৪ এবং এইচ ইউনিটে-৮৬২৫ জন সর্বমোট ৮৭,৩১৬ জন পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে (প্রতি পরীক্ষায়) ডাউনলোডকৃত দুই কপি প্রবেশ পত্র (ফটোকপি), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের মুল কপি (ফেরত যোগ্য) অবশ্যই সাথে আনতে হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ-এ আসন বিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেড ফোনসহ সকল প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা (এ্যাটাচড টু ভিসি) রাশিদুজ্জামান খান টুটুল এক প্রেস নোর্টের মাধ্যমে এ তথ্য জানান।

ইবিতে ১৯ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে ১৯ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইতোমধ্যেই যেসকল বিভাগে ১৯ নভেম্বর ও ২০ নভেম্বর পরীক্ষার সিডিউল ঘোষণা করে হয়েছে তা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর হতে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে। উল্লেখ্য ২৩ নভেম্বর হতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা (এ্যাটাচড টু ভিসি) রাশিদুজ্জামান খান টুটুল এক প্রেস নোর্টের মাধ্যমে এ তথ্য জানান।

(কেকে/এসসি/নভেম্বর১৮,২০১০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test