E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দু’টি উপজেলায় নির্বাচন, ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

২০২৪ মে ০৭ ১৮:৫৬:২৮
বাগেরহাটে দু’টি উপজেলায় নির্বাচন, ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার দুপুরে কচুয়া ও রামপাল উপজেলায় কেন্দ্রে-কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এদিকে প্রথম ধাপে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের কোন প্রয়োজন হচ্ছে না।

কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৩০টি কেন্দ্রের ২২৭ টি ভোট কক্ষে ৮৯ হাজার ৬ শত ৯১ জন ভোটার ভোট প্রদান করবেন। এজন্য ৩০জন প্রিজাইডিং, ২২৭ জন সরকারি প্রিজাইডিং অফিসার ও ৪৫৪ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। অন্যদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাই চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৪৯টি কেন্দ্রের ৩৪২টি ভোট কক্ষে ১ লাখ ৩৮ হাজার ৩০৩জন ভোটার ভোট প্রদান করবেন। এজন্য ৪৮জন প্রিজাইডিং, ৩৪২ জন সরকারি প্রিজাইডিং অফিসার ও ৬৮৪ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন জনান, জেলায় প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এই দুই উপজেলায় স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার, র‌্যাবের ২ টিম ছাড়াও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

(এস/এসপি/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test