E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন, সহিংসতার শঙ্কা

২০২৪ মে ০৮ ১৪:১৭:৫১
আজ নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন, সহিংসতার শঙ্কা
রূপক মুখার্জি, নড়াইল : উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ নড়াইল জেলার কালিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে সংহিতার ঘটনা ঘটতে পারে বলে ভোটারদের অভিমত। তবে, প্রশাসন সূত্রে প্রকাশ, যে কোন মূল্যে নির্বাচন অবাধ , সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টায় শেষ হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুন অর রশিদ (আনারস), বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্স (দোয়াত কলম), কলাবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান কায়েস (ঘোড়া) ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওসি (চিংড়ি মাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
কালিয়া উপজেলার সালামাবাদ, হামিদপুর, মাওলী, বাবরা-হাসলা, পেড়লী, নড়াগাতি, কলাবাড়িয়া, খাসিয়াল, পুটিমারি, জয়নগর, পহরডাঙ্গাসহ কয়েকটি এলাকায় ভোটাররা বলছেন, 'এবারে নির্বাচনে কোনো দলীয় মার্কা নেই। নৌকা নেই তাই কোনো চাপও নেই। আমরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো'।
নড়াইলের পুলিশ সুপার মো: মেহেদী হাসান জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন নিয়ে কালিয়া উপজেলা গঠিত। ওই উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। ৮২টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test