E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম

২০২৪ মে ০৮ ১৬:৫৭:০৩
বরিশালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বৃষ্টি বিড়ম্বনার মধ্য দিয়েই আজ বুধবার সকাল আটটা থেকে প্রথম ধাপে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলে একটানা বিকেল চারটা পর্যন্ত। ভোর থেকে বৃষ্টির কারণে ভোটগ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি ছিলো কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা হাজির হয়েছেন। তবে এরমধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি।

সদর উপজেলার মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার নাসিমা আক্তার বেলা বারোটার দিকে বলেন, বৃষ্টির কারণে আসতে দেরি হয়েছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাবের আহমেদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৯৫ জন। প্রথম ঘণ্টায় ৭৫টি ভোট পড়েছে। সকালে বৃষ্টি শুরু হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

সিনিয়র জেলা রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠু পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।

সূত্রমতে, বরিশাল সদর উপজেলার ৬৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ৯৫ হাজার ২৯৯ জন ভোটার রয়েছেন। এখানে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে বাকেরগঞ্জ পৌরসভার জেএসইউ মডেল হাই স্কুলের ভোট কেন্দ্রে দুপুর ১২ টার দিকে বাহির থেকে কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্সের ভিতরে ফেলার সময় আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের হাতে ধরা পরেছেন প্রিজাইডিং অফিসার মাহমুদ্দুনবী শুভ।

আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, বিষয়টি তাৎক্ষনিক বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকেরগঞ্জ উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ লাখ ১ হাজার ২০২ জন। বাকেরগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

(টিবি/এসপি/মে ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test