E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা সদর উপজেলায় রানা এবং শ্রীপুরে রাজন চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ মে ০৯ ১৩:৩৪:৫৫
মাগুরা সদর উপজেলায় রানা এবং শ্রীপুরে রাজন চেয়ারম্যান নির্বাচিত

মাগুরা প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিযদ নির্বাচনে মাগুরা সদর উপজেলায় রানা আমির ওসমান এবং শ্রীপুরে শরীয়তউল্লাহ মিয়া রাজন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ৮মে বুধবার রাতে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মাগুরা সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনিয়া সুলতানা।

শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা শরিয়তউল্লাহ মিয়া রাজন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোতাসিম বিল্লাহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯২৮১ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা।

মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্রে মোট এক হাজার ২৪৪টি বুথে ভোট গ্রহণ করা হয়। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ২৩ হাজার ৫০৬ জন ও শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা ছিলো এক লাখ ৪৯ হাজার ৬৫২ জন। ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৫০ শতাংশ। নিরাপত্তা ব্যবস্থা ছিলো কঠোর। ভোট চলাকালে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সদরের আমুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একই ব্যক্তিকে চেয়ারম্যান পদের ২টি ব্যালট দেয়ার অভিযোগে দিপিকা রানী নামে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াসহ তার বুথের ভোট অন্য বুথে স্থানান্তর করা হয়েছে। এদিকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ভোট দিয়েছেন মাগুরা শহরের ১১১নং দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

(এমএফ/এএস/মে ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test