E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের তিনটি উপজেলায় পারভেজ, রাজ ও শুভ চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ মে ০৯ ১৩:৪৬:১৯
দিনাজপুরের তিনটি উপজেলায় পারভেজ, রাজ ও শুভ চেয়ারম্যান নির্বাচিত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে প্রথম পর্যায়ে দিনাজপুরের তিনটি উপজেলার মধ্যে বিরামপুরে মো. পারভেজ কবীর, হাকিমপুরে কামাল হোসেন রাজ ও ঘোড়াঘাটে কাজী শুভ রহমান চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে বিরামপুর উপজেলায় ঘোড়া প্রতীকে মো. পারভেজ কবীর ৪২ হাজার ৯৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. মতিউর রহমান পেয়েছেন, ৩২ হাজার ৮০৭ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মো. আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে উন্মে কুলসুম বানু নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভোট পড়েছে ৫১ শতাংশ।

হাকিমপুর ( হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কামাল হোসেন রাজ। বেসরকারি ফলে মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ ১৯ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী নিকট প্রতিদ্বন্দ্বীর থেকে দুই হাজার ৯৯৩ ভোট বেশি পেয়েছেন। এ ছাড়া আনারস প্রতীকে প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন দুই হাজার ২৪২ ভোট।
মোট ভোট পড়েছে ৪৩ হাজার ৮৭১টি। ভোটের হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ।

হাকিমপুর উপজেলায় তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৩৪২ ও নারী ভোটার ৪০ হাজার ৪০ এবং হিজড়া ভোটার রয়েছেন দুই জন। ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহিনুর রেজা শাহিন ও পারুল নাহার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীকে কাজী শুভ রহমান চৌধুরী ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. সারওয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৩৮৪টি। এ ছাড়াও কাপ -পিরিচ প্রতীকে অ্যাডভোকেট রবিউল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৪৭৪ টি ও টেলিফোন প্রতীকে মো.তৌহিদুল ইসলাম সরকার ভোট পেয়েছেন ২ হাজার ১২৪ ভোট।
এ উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু বই প্রতীকে ১১ হাজার ৬৬৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাইক প্রতীকে সেলিম রেজা ভোট ৮ হাজার ৯৭৩ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মোছা: নার্গিস বেগম ১০ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯০৯ ভোট।
ভোট পড়েছে ৩৯ দশমিক ৪১ শতাংশ।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

(এসএএস/এএস/মে ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test