E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে সরকারি চাল উদ্ধার, আটক ২

২০১৪ নভেম্বর ১৯ ১১:২৫:১৯
সিরাজগঞ্জে সরকারি চাল উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সীমান্তবাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ৬২ বস্তা ভিজিএফ ও ভিজিডির চাল উদ্ধার করেছে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার। অভিযোগ রয়েছে, গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান এ চাল কালোবাজারে বিক্রি করেছেন। এ ঘটনায় গুদামের দুই মালিককে আটক ও গুদাম দুটি সিলগালা করা হয়।

জানা গেছে, গান্ধাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণের দিন ছিল রবিবার। সেই মোতাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক বরাদ্দকৃত চাল গোডাউন থেকে উত্তোলন করেন। সেখান থেকে কিছু চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে সীমান্তবাজারের আব্দুস সালাম ও কামরুজ্জামানের গুদাম তল্লাশি করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলাম।

তল্লাশিকালে সরকারি সিলযুক্ত ৩৫ বস্তা ভিজিডি ও ২৭ বস্তা ভিজিএফ চাল এবং কৃষকদের সাহায্যের জন্য সরকারিভাবে বিতরণকৃত সার ও বীজ উদ্ধার করা হয়। এ সময় গুদাম মালিকদের আটক ও গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল বারেকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া গেছে।

(ওএস/এইচআর/নভেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test