E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষা অফিসারের অবহেলায় ১০ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত

২০১৪ নভেম্বর ১৯ ১২:৪৩:২২
শিক্ষা অফিসারের অবহেলায় ১০ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত

মাগুরা প্রতিনিধি :  মাগুরা সদর উপজেলা শিক্ষা অফিসারের অবহেলার কারণে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিততব্য প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) ও এফতেদায়ী সমাপনি পরীক্ষা সম্পন্ন করতে না পারার  আশংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ঠ প্রধান শিক্ষকরা।

পরীক্ষার মাত্র ৪দিন বাকি থাকলেও প্রয়োজনীয় নির্দেশনা ও দাপ্তরিক কাগজপত্রের অভাবে কেন্দ্র সচিব ও হল সুপাররা এখনো রয়েছেন সম্পূর্ণ অন্ধকারে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবরা অভিযোগ করেছেন- আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পিএসসি ও এফতেদায়ী সমাপনি পরিক্ষায় ১৮টি কেন্দ্রে সদর উপজেলার ১৮টি কেন্দ্রে অন্তত ১০ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে।

প্রস্তুতি নেয়ার জন্য পরীক্ষা শুরুর অন্তত ১ সপ্তাহ আগে কেন্দ্র সচিব ও হল সুপারদের দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকে। এ সময়ের মধ্যে প্রধান শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় সিট প্লান, পরিক্ষার খাতা সটিং, শিক্ষার্থীদের হাজিরা সিট তৈরী, ইনভিজিলেটরদের কর্ম বন্টন, ইনভিজিলেটর হাজিরা সিট, কেন্দ্রের পার্শ্ববর্তী হাই স্কুলের কর্তৃপক্ষকে জানানো ও প্রয়োজনীয় রুম বরাদ্দ নেয়া, এমএলএসএস নিয়োগ, অফিস সহকারি নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি নিতে হয়। যা করতে কমপক্ষে ১ সপ্তাহ লাগে।

ইতিপূর্বে প্রতি বছর পরিক্ষা শুরুর ১ সপ্তাহ আগেই এ কাজগুলো সম্পন্ন হওয়ার রীতি প্রচলিত আছে। কিন্তু মাগুরা সদর উপজেলার শিক্ষা অফিসার (টিও) মোঃ লুৎফর রহমান দায়িত্বে অবহেলা করে গতকাল ১৮ নভেম্বর পর্যন্তও এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেননি।

ফলে সারাদেশের সাথে একসঙ্গে সঠিক সময়ে পরীক্ষা শুরুর ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছেন শিক্ষকরা। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ঠ প্রধান শিক্ষকরা টিও অফিসে ধর্না দিয়েও এ ব্যাপারে কোন সুরাহা পাননি। উল্টো তিনি শিক্ষকদের সারাদিন বসিয়ে রেখে হেনস্তা করেন।

এ প্রসঙ্গে টিও লুৎফর রহমান জানান- (০১৭১৮৪৪৯১৩০) আমি অসুস্থ থাকায় দেরি হয়েছে। কাজ চলছে। আসেন দেখে যান।

এ অবস্থায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সঠিক সময় পরিক্ষা শুরু কঠিন হয়ে পড়বে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

(ডিসি/এসসি/নভেম্বর ১৯,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test