E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শিশুদের রৌদ্রে দাড়িয়ে মে দিবস পালন

২০১৪ মে ০২ ১২:৪৯:১৭
বাগেরহাটে শিশুদের রৌদ্রে দাড়িয়ে মে দিবস পালন

বাগেরহাটপ্রতিনিধি : বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বৃহস্পতিবার সকাল ১০টায় মহান মে দিবসের আয়োজন করা হয়। শ্রমিকদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে ১ জন শ্রমিকের দেখা মিলর না দর্শক সারিতে ।

হাতে গোনা দুটি বিদ্যালয়ের কোমলমতি শিশুরা যে যার মতো সহপাঠিদের সাথে আলাপ চারিতা করে যাচ্ছে। স্কুল বন্ধ, তাই স্বাধীনতা উদ্যানের পার্শ্ববর্তী আর্দশ বিদ্যালয় ও বাগেরহাট কলেজিয়েট স্কুলের শিক্ষকদের সহায়তায় কিছু ছাত্র ও ছাত্রীদেরকে র‌্যালী শেষে দর্শক সারিতে বসিয়ে বক্তাদের কথা ধৈর্য্য সহকারে শোনার জন্য বারবার তাগিদ দেয়া হচ্ছে মঞ্চ থেকে।

এ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি থাকার কথা চোখে পড়েনি তার উপস্থিতি।আর বিশেষ অতিথি ৬ জনের কেউই অনুষ্ঠানে নেই ।তাই অগত্যা অনুষ্ঠানের নির্ধারিত সভাপতি জেলা প্রশাসক মোঃ শুকুর আলীকেই প্রধান অতিথির আসন অলংকৃত করতে হয়েছে। আর বিশেষ অতিথির শূন্য স্থান পূরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরিফ নাজমুল হাসান ও এএসপি সাদিয়া আফরোজ । সভাপতির দায়িত্ব পালন করেছেন অপর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাবিবুল হক খান।

শ্রমিকদের জন্য যে অনুষ্ঠান তার র‌্যালীতে শ্রমিক না থাকলে কেমন দেখায় তাই প্রশাসনের পক্ষ থেকে আন্তঃ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি স্থানীয় পৌর কাউন্সিলর তালুকদার এ বাকীকে শ্রমিদের নিয়ে অনুষ্ঠানে আসতে আহবান জানানো হয়। মে দিবসের সম্মান রক্ষার্থে জেলা প্রশাসনের এ অনুষ্ঠানে তিনি কিছু শ্রমিক নিয়ে র‌্যালীতে যোগ দেন। র‌্যালী শেষ করে আলোচনা সভায় দু কথা বলেই তিনি চলে যান । তিনি বলেন আমাদের আগে জানালে প্রত্যেক শ্রমিক সংগঠন থেকে অসংখ্য শ্রমিকদের মে দিবসের র‌্যালী ও আলোচনা সভায় আনা যেত।

বিগত বছর গুলোতে মে দিবসের অনুষ্ঠানে শ্রমিকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছিলো বলেও জানান তিনি।

আলোচনা অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শক সারিতে বসা এক স্কুল শিক্ষক জানান, বুধবার স্কুল ছুটির পর আমাকে জানানো হয় বৃহস্পতিবার মে দিবসের জন্য সকালে র‌্যালীতে কিছু ছাত্র/ ছাত্রীদের জোগাড় করে আনতে হবে। বন্ধের মধ্যেও তাই ছাত্র ছাত্রীদের নিয়ে র‌্যালীতে এসেছি- এখন আলোচনা সভা শেষের অপেক্ষায় বসে আছি।

অপর এক ছাত্র জানায়, স্কুল বন্ধ আর ছুটির কোন বিষয় নেই ,সব র‌্যালীতেই- তো আমাদের সামনে দিকে দাড়িয়ে রাস্তা ঘোরানো হয়।

(একে/জেএ/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test