E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পৈচাশিক নির্যাতনের বিচার দাবী করে পিতার সংবাদ সম্মেলন

২০১৪ নভেম্বর ১৯ ১৪:৪৮:৩১
পৈচাশিক নির্যাতনের বিচার দাবী করে পিতার সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে মেয়ের ওপর পৈচাশিক নির্যাতনের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা আফজাল শেখ। গত এক মাস পেরিয়ে গেলেও মামলা তো দুরে থাক ওই পরিবারটি লম্পট সন্ত্রাসীদের হুমকীর মুখে পালিয়ে বেড়াচ্ছে।

বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আহুত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার জয়গাছি গ্রামের দিনমজুর আফজাল হোসেন এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ঢাকা থেকে বাড়ী ফেরার পথে গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে গামের্ন্টেস কর্মী তার মেয়ে বাগেরহাট বাসস্টান্ডে এলাকা পৌছায়। সেখান থেকে একটি ইজি বাইক যোগে বাড়ীর দিকে যাওয়ার পথে দড়াটানা ব্রীজের উপর থেকে অজ্ঞাত আরো দুইজন লম্পট তার মুখ চেপে ধরে ইজি বাইক চালক বেমরতা গ্রামের মোসলেম সরদারের ছেলে দিপু সরদারের মৎস্য ঘেরে নিয়ে যায়।সেখানে তার উপর অমানুষিক পৈচাশিক নির্যাতন চালায়।

একপর্যায়ে সে ডাক-চিৎকার দিতে গেলে তাকে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা নগদ অর্থ, র্স্বনের চেইন ও মোবাইল ফোন নিয়ে মৃত ভেবে ফেলে রাখে । এতে তার দুটি দাত ভেঙ্গে যায়।পরে ভোর ৪টার দিকে তার জ্ঞান ফিরলে সে বাড়ী ফিরে যায়।

পরে তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দফা চিকিৎসা দেয়া হয়। এরপর থানা পুলিশে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ওই লম্পটের লোকজন নানা প্রকার ভয়-ভীতি দিয়ে মিমাংশা করার জন্য চাপ প্রয়োগ করে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এঘটনায় কোন উপায়ন্ত না পেয়ে স্থানীয় বেমরতা ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। গত মঙ্গলবার ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে উপস্থিত থাকার জন্য বলা হলেও ধর্ষনকারীরা কেউ উপস্থিত হয়নি।

এঅবস্থায় অসহায় ওই মেয়েটিকে স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার কারিমা বেগমের হেফাজতে রয়েছে বলে আফজাল শেখ জানান। তিনি তার মেয়ের উপর এই পৈচাশিক ঘটনার বিচারের দাবী জানিয়ে পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্মপক্ষে আশু হস্থপেক্ষ কামনা করেন।

(একে /এসসি/নভেম্বর১৯,২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test