E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে বিশ্ব টয়লেট দিবস’২০১৪ উদ্যাপন

২০১৪ নভেম্বর ১৯ ১৫:৩০:৩১
দুর্গাপুরে বিশ্ব টয়লেট দিবস’২০১৪ উদ্যাপন

সুষম দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুরে হ্যাবিটেট ফর হিউমিনিটি বাংলাদেশ এর আয়োজনে  নানা কর্মসূচীর মধ্যে দিয়ে  বিশ্ব টয়লেট দিবস উদযাপন করা হয় বুধবার।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি চন্ডিগড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ, ময়মনসিংহ এর প্রশিক্ষণ কর্মকর্তা তৌফিকা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলতাবুর রহমান কাজল, চেয়ারম্যান, চন্ডিগড় ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিপ্তী রানী হাজং, মহিলা ইউ,পি সদস্য, আব্দুর রব, মোঃ জাকির হোসেন প্রমূখ ।

উল্লেখ্য যে, ২০০১ সালে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন এর উদ্যোগে সর্বপ্রথম টয়লেট দিবস উদ্যাপনের ঘোষনা দেয়া হয়। এই প্রেক্ষিতে প্রতি বছর নভেম্বর মাসের ১৯ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের নানা সংগঠন বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব টয়লেট দিবস পালন করে আসছে। হ্যাবিট্যাট তাদের পরিবেশগত উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা কাজের অংশ হিসেবে এই বছর বিশ্ব টয়লেট দিবস পালনের উদ্যোগ নেয়।

এরপর বিশ্ব টয়লেট দিবস কে কেন্দ্র করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের গুরুত্ব বিষয়ে আলোচনায় বক্তাগণ বলেন যে, অপরিচ্ছন্ন অভ্যাস ও জীবন যাপনই মূলত: মানুষের রোগ বিস্তারের জন্য দায়ী। কেবল মাত্র পুষ্টিকর খাদ্য ঔষধ-পত্র এবং সুচিকিৎসার অভাবে অকাল মৃত্যু, ভগ্ন স্বাস্থ্য এবং রোগের জন্য দায়ী নয় বরং অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ও সাধারণ জ্ঞানের অভাবই এর একটি মূখ্য কারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার ফলে সুস্থ্য শরীর গঠণ ও মানসিক বিকাশে সাহায্য করে। পরিষ্কার জীবন যাপন করতে হলে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করা অপরিহার্য।


(এনএস /এসসি/নভেম্বর১৯,২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test