E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফুলপুরে বোরো ধান ক্রয়ে ওজনে কারসাজি 

২০২৪ মে ১৫ ১৬:৩৯:৫২
ফুলপুরে বোরো ধান ক্রয়ে ওজনে কারসাজি 

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বোরো ধান ক্রয়ে ওজনে কারসাজির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। উপজেলার আমুয়াকান্দা বাজারসহ প্রায় সকল বাজারেই দেখা গেছে একই অবস্থা। প্রতি মন নতুন ধান ৪২ থেকে ৪৩ কেজি ওজনে ক্রয় করছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। 

উপজেলার বনগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেব জানান, ধান চাষ করে এখন আর পোষায় না। ধান কাটার একজন শ্রমিকদের মুজুরি দৈনিক এক হাজার টাকা। তারপরেও সময়মতো শ্রমিক পাওয়া যায় না। আগের তুলনায় এখন তেল, সার ও সেচের বিল অনেক বেশী।

মাটিচাপুর গ্রামের কৃষক আবুল হাসেম বলেন, বর্তমানে ধান চাষ করে খরচের হিসাব মিলেনা। তারপরে ওজনে এত বেশী নিলে আমরা বাঁচবো কীভাবে?

ভাইটকান্দি ইউনিয়নের কৃষক শাহজাহান মিয়া বলেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধান চাষ করেও সঠিক ওজনে বিক্রি করতে পাচ্ছিনা। ধান ব্যবসায়ীদের কাছে কৃষকরা চিরকালই জিম্মি হয়ে রইলো। ফুলপুরে ধান ক্রয়ে ঢলতা প্রথা বাতিল করতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

(এসআই/এসপি/মে ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test