E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়’

২০২৪ মে ১৭ ১৬:৫৩:২১
‘শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়’

ঈশ্বরদী প্রতিনিধি : ‘সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন শেষে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসেন। শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন বিধায় আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়েছিল, গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধার হয়েছিল এবং বাংলাদেশ অভূতপূর্ব প্রবৃদ্ধি ও উন্নয়ন অর্জন করেছে। তার নেতৃত্ব দেশকে আরও উজ্জ্বল, আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অনুপ্রাণিত ও পরিচালিত করে চলেছে।’

ঈশ্বরদীতে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ একথা বলেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গির হোসেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মো: তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মে ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test