E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ২ সহোদর খুনের মামলার গ্রেফতার ১

২০১৪ নভেম্বর ১৯ ১৭:০০:৪২
নওগাঁয় ২ সহোদর খুনের মামলার গ্রেফতার ১

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁর চকপাঁচি মহল্লার চাঞ্চল্যকর ২ সহোদর খুনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শওকত হোসেন (৩৩)কে বুধবার সকাল ১০টার দিকে আত্রাই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্প ইনচার্জ এএসপি নাসের জানান, ওই মামলার পলাতক আসামী শওকত আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের মাঠে একটি শ্যালো মেশিনের ঘরে লুকিয়ে আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে পাকড়াও করা হয়।

শওকত চকপাঁচি গ্রামের ওসমান আলী মন্ডলের পুত্র। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ সদর মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, র‌্যাবের হাতে আটক শওকত মামলার এজাহার নামীয় ১৭ নং আসামী। এনিয়ে ওই মামলায় ৯ জনকে গ্রেফতার করা হলো। অপরদিকে ইতোপূর্বে এই জোড়া খুনের মামলায় গ্রেফতারকৃত ৮ জনকে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে বুধবার বিকেল পর্যন্ত তারা পুলিশের কাছে তেমন মুখ খোলেনি। তবে খুনিদের গ্রেফতারে পুলিশের বেশ ক’টি টিম তৎপরতা অব্যাহত রেখেছে বলে সদর মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার সূত্রধর জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে নওগাঁ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ওহিদুর ইসলাম (৪৫) ও তার ছোট ভাই পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহিন (৩৮কে দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে এবং পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করে মাঠে ফেলে রাখা হয়। নিহত ওহিদুর ও শাহিন নওগাঁ সদর উপজেলার চকপাঁচি গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র।

(বিএম/এএস/নভেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test