E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে পৌর মেয়রকে অন্তর্ভূক্ত করায় মানববন্ধন

২০১৪ নভেম্বর ১৯ ১৭:২২:১৫
কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে পৌর মেয়রকে অন্তর্ভূক্ত করায় মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে পৌরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, পৌরভবন, সবুজবাগ, টাউন হল রোড, বাণিজ্যিক এলাকাসহ শহরের প্রায় সকল এলাকায় রাস্তার পাশে সর্বস্তরের জনতা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নারীদের অংশগ্রহণও ছিল লক্ষ্যণীয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরদার শহিদুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ার মাহবুবুর রহমান আউয়ালের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক নগরী ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে মেয়র জি কে গউছ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে বার বার প্রতিহত করতে এবং তাকে থামিয়ে দিতে মামলার নামে হয়রানী করছে একটি প্রভাবশালী মহল।

বক্তারা বলেন, গত ১০ বছর সময়কালে কিবরিয়া হত্যা মামলায় অনেকের নাম উচ্চারিত হলেও সদ্য দাখিলকৃত চার্জশীট ব্যাতিত কখনো মেয়র জি কে গউছের নাম উচ্চারিত হয়নি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস হবিগঞ্জ পৌরসভার সাম্প্রতিককালের সিরিজ উন্নয়ন কার্যক্রমে যাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে তারাই তাদের হীন স্বার্থ হাসিল করতে এই চার্জশীট করিয়েছে। তাই অবিলম্বে মেয়র জি কে গউছের নাম এই চার্জশীট থেকে প্রত্যাহার করতে হবে। অন্যতায় ৩০ তারিখের পর হবিগঞ্জে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রঙ্গু মিয়া, হাজী আমীর আলী, হাজী ফিরোজ মিয়া, রজব আলী মুন্সি, হাজী আব্দুর রহিম, কাজী কামরুল আহমেদ, হাজী সবুজ আলী, কাউন্সিলর নুর হোসেন, কাউন্সিলর আলমগীর হোসেন, অ্যাডভোকেট মহিবুর রহমান, সাবেক কমিশনার শামছুল হুদা, সুনিল গোপ, ছুরত আলী, এম জি মুহিত, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, অধ্যক্ষ ফরিদ আহমেদ, শাহ কমর উদ্দিন আহমেদ, কাউন্সিলর গৌতম দাস, কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, এডভোকেট এস এম বজুলর রহমান, ফারুক আহমেদ, মফিজুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান, সমুজ আলী মেম্বার, অ্যাডভোকেট ফরিদুল হক, অ্যাডভোকেট মোজাম্মেল হক, মহিবুর রহমান টিপু, শাহ আলম চৌধুরী মিন্টু, আইরিন আক্তার, শান্তি রানী দাস প্রমুখ।

(পিডিএস/এএস/নভেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test