E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নগরকান্দায় ভূত আতঙ্কে অসুস্থ একাধিক শিক্ষার্থী

২০২৪ মে ১৯ ১৯:১৪:১২
নগরকান্দায় ভূত আতঙ্কে অসুস্থ একাধিক শিক্ষার্থী

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ভূত আতঙ্কে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

আজ রবিবার দুপুরে বিদ্যায় ভবনের চতুর্থ তলায় এমন ঘটনা ঘটেছে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন।

বিদ্যালয়ে ভূত আতঙ্কে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার খবর উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা জানতে পারে এবং খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, নগরকান্দা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বিদ্যালয়ে পরিদর্শন করেন। সে সময় কর্মকর্তারা বিদ্যালয়ের ছাত্রীদের নানাবিধ বুজ সান্তনা দেন এবং অসুস্হ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা বিদ্যালয়ে ছুটে আসি এবং এবিষয়ে খোঁজ খবর নেই।এই ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন প্রচন্ড গরমের কারণ হতে পারে আবার অনেক ছাত্রীরা রাত জেগে মোবাইল ফোন চালানোর কারনেও এমন ঘটনার শিকার হতে পারে। তবে গাভড়াবার তেমন বিষয় না সব ঠিক হয়ে যাবে।

এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব হোসেন বলেন,হঠাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিৎকার চেচামেচি করলে শিক্ষকরা সবাই বিষয়টি জানতে ব্যস্ত হয়ে পড়ি জানতে শিক্ষার্থীদের মধ্যে একজন ভয় পেয়ে চিৎকার দিলে পাশের সবাই চিৎকার দেয় ছুটাছুটি করে নিচে নেমে আসে। তবে বিদ্যালয়ে কোন ভূতপ্রেত নেই এমন ঘটনা এই প্রথম হয়েছে।

(পিবি/এসপি/মে ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test