E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চান ফাতেমা বেগম

২০২৪ মে ১৯ ১৯:২২:০৪
নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চান ফাতেমা বেগম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : গরিব দুঃখী মানুষের সেবা করতে খুব ভালো লাগে। আমি বিগত দিনে যখন চিরাং ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলাম তখন বুঝেছি মানুষকে ভালোবাসা ও মানুষের সেবা করার চেয়ে আর কোন ভালো কাজ নেই। আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে একটি পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন ফাতেমা বেগম।

আজ রবিবার বেলা আড়াইটায় কেন্দুয়া উপজেলা প্লেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি।

ফাতেমা বেগম কি উদেশ্য নিয়ে নির্বাচনে এসেছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের আসনটি একটি সম্মানিত আসন। নির্বাচিত হলে এই আসনে বসে সকল মানুষের সেবা করতে চাই। চাই আসনের মর্যাদা রক্ষা করতে। মহান আল্লাহ তায়ালা যেন আমাকে ইজ্জত সম্মানের সাথে নির্বাচন চলাকালীন সময়টা পার করান। আল্লাহর রহমতে ও মানুষের দোয়ায় যদি নির্বাচিত হতে পারি তবে সততা নিষ্ঠা ও মর্যাদার সাথে দায়িত্ব পালন করব।

ফাতেমা বেগম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর গত উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারিনি শুধু মাত্র আমার সন্তানদের জন্য। বর্তমানে আমার বড় ছেলে ময়মনসিংহ নটরডেম কলেজ থেকে এইসএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছোট ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। এখন এই সময়টার মধ্যে সন্তানদের পেছনে আর খুব একটা বেশি সময় নজর রাখতে হয় না, সেজন্যই এবার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছি। নির্বাচিত হলে কোন বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

কারণ হিসেবে তিনি বলেন, একজন মানুষের লাখ লাখ বা কোটি কোটি টাকা আছে, স্থাবর-অস্থাবর সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু ছেলে মেয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করছে না। তখন এই সম্পদের কি দাম আছে? তিনি বলেন, সকল মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা চাই।

(এসবি/এসপি/মে ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test