E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোরেলগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

২০১৪ নভেম্বর ১৯ ১৭:৩৮:৪০
মোরেলগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কামলা বাজারে অবস্থিত রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় আহত সায়েম সরদারকে (৩২) আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা ও রামচন্দ্রপুর ইউনিয়নের (১ নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন) বলেন, বুধবার সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়নের সকল সদস্য একটি সভায় মিলিত হই। সভা শেষে আমরা পরিষদ থেকে বেরিয়ে যার যার এলাকায় রওনা হলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ইউপি সদস্য সায়েম সরদারের উপর হামলা চালায়। ওই সন্ত্রাসীরা সায়েম সরদারের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল ওই হামলায় অংশ নেয়। তবে কি কারনে সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে তা তিনি তাৎক্ষনিকভাবে বলতে পারেননি।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, পরিষদের মাসিক সভা চলাকালে আমার কাছে সংবাদ আসে স্থানীয় কামলা বাজারে ১৫-২০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী দল সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। আমি আমার পরিষদের সভায় উপস্থিত সকল সদস্যকে বিষয়টি অবহিত করে দ্রুত সভা শেষ করে পরিষদ থেকে চলে আসি। আমি চলে আসার কিছুক্ষণের মধ্যে আমার পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সায়েম সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে আমার কাছে সংবাদ আসে।

মোড়েলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইউপি সদস্য সায়েম সরদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি সদস্যের উপর হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তবে কি কারণে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে তা তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না।

(একে/এএস/নভেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test