E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাত পোহালেই মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন  

২০২৪ মে ২০ ১৮:৩৫:৩৫
রাত পোহালেই মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন  

মহম্মদপুর প্রতিনিধি : রাত পোহালেই মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের সকল প্রকার প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিনরাত প্রচন্ড তাপদাহের মধ্যে কঠোর পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন সকল প্রার্থীরা। চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবিরুজ্জামান কবির (শালিক), প্রকৌশলী আনিসুল ইসলাম হান্নান (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বেবী নাজনীন (কাপপিরিচ), অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী (দোয়াত-কলম), দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফর সাদিক (ঘোড়া) ভোটের মাঠে
ভোটারদের নিকট ভোট দ্বারে দ্বারে ঘুরেছেন।

যুবলীগ নেতা আনিসুর রহমান তৈমূর মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৫ জন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ঈদুল শেখ (চশমা), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার (তালা), মাহবুবুর রহমান (মাইক), সাংবাদিক আশরাফুল আলম সাগর (টিউবয়েল) এবং মজিবুর রহমান টিয়া পাখি নিয়ে নির্বাচন করছেন।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না রাণী বিশ্বাস, তার প্রতীক হচ্ছে কলস, শামীমা হাসান পলি (হাঁস), মু্নমুম খান (সেলাই মেশিন), শিল্পী সামাদ ফুটবল, এবং রাহেলা বেগম পদ্মফুল মার্কা নিয়ে নির্বাচন করছেন।

উল্লেখ্য, ২১ মে ৬৪টি কেন্দ্রে ১লক্ষ ৮১ হাজার ৬৭১ ভোটার সংখ্যা। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৩ হাজার ২শ, ৪৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৮ হাজার ৪শ ২২ জন।

এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় একজন পুলিশ অফিসারসহ পুলিশ সদস্য এবং ১৩ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের পুলিশের ২টি স্টাইকিং টিম টহলে থাকবে। ম্যাজিস্ট্রেট সহ মোবাইল কোট, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

(বিএস/এসপি/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test