E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এমপি পিন্টু ও সাবেক এমপি অসীম ঘনিষ্ঠ ৫ প্রার্থীর ভোট যুদ্ধ

২০২৪ মে ২০ ২১:২৯:২৫
এমপি পিন্টু ও সাবেক এমপি অসীম ঘনিষ্ঠ ৫ প্রার্থীর ভোট যুদ্ধ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও সাবেক এমপি অসীম কুমার উকিলের ঘনিষ্ঠ ৫ প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ হবে কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে। আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ২০ মে সোমবার প্রতীক বরাদ্দ দিয়াছেন রিটার্নিং অফিসার। প্রতীক পাওয়ার পর পরেই পাল্টে গেছে মাঠের চিত্র। সরব হয়ে উঠেছেন সব প্রার্থীরা। সবাই জনসমর্থন আদায়ে নিজ নিজ কৌশলে করেছেন শো-ডাউন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্রপ্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচন করেছিলেন তার ঘনিষ্ঠ ৪ জন। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি এবার চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করলেও ১৯ মে প্রত্যাহার করে নেন।

ফলে চেয়ারম্যান পদে এমপি পিন্টু ঘনিষ্ঠ ৩ জনের মধ্যে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউ.পি চেয়ারম্যান নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী কাপ পিরিচ, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা, সাবেক ইউ.পি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য সালমা আক্তার মোটরসাইকেল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২ বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া ঘোড়া প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন।

অপরদিকে সাবেক এমপি অসীম কুমার উকিলের নৌকা প্রতীকের সমর্থনে যারা নির্বাচন করেছিলেন তাদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির চৌধুরী দোয়াত কলম ও নেত্রকোনা জেলা আওমীলীগের উপদেষ্ঠা হিমালয় গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মিজান আনারস প্রতীক নিয়ে লড়ছেন। তবে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ হুমায়ুন কবির চৌধুরীকে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

নাগরিক সমাজের প্রার্থী হয়ে মাঠে রয়েছেন মিজান। এই ৫ প্রার্থীর ভোট যুদ্ধে কার ভাগ্যে শিকে ছিড়ে তা এখনও কেউই বলতে পারছেন না। ৫ জনে জনই জয়ের আশা করছেন। তারা বিজয়ী হয়ে কে কি করবেন তারও প্রতিশ্রুতি দিচ্ছেন।

(এসবিএস/এএস/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test