E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চুয়াডাঙ্গার দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

২০২৪ মে ২১ ১৪:৩৪:৫১
চুয়াডাঙ্গার দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

চুয়াডাঙ্গা প্রতিনিধি : উপজেলা পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বেলা ১১টা পর্যন্ত বেশিরভাগ ভোটকেন্দ্রে লাইনে দাড়াতে হয়নি ভোটারদের। ফলে ভোটার লাইন ছিল শুন্য। এদিকে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীদের কাটছে অলস সময়। একজন দুজন করে ভোটার এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এই উপজেলায় আছে ৯৯ টি ভোট কেন্দ্র। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলায় ভোটার দুই লাখ ৯৫ হাজার ২০২ জন। এই উপজেলায় ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

কেন্দ্রে নিয়োজিতরা জানান, সকালের দিকে ভোটার উপস্থিতি খুবই কম। বেলা বাড়লে ভোটার বাড়তে পারে।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩২ হাজার ৪০৮ ও পুরুষ ১ লাখ ৩১ হাজার ৪৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন আরও ৪ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি। ভোট কক্ষের সংখ্যা ৭৪০টি।

আলমডাঙ্গা উপজেলার মধ্যে রয়েছে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন। এ উপজেলায় এবার মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ২০২ জন। যার মধ্যে নারী আছেন ১ লাখ ৪৬ হাজার ৫৯৫ ও পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৬০৫ জন। একইসাথে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৮টি। আর ভোট কক্ষের সংখ্যা ৮০৮টি।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

(এসএল/এএস/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test