E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ফরিদপুরের ৪৮ প্রার্থী

২০২৪ মে ২১ ১৮:৫২:১১
পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ফরিদপুরের ৪৮ প্রার্থী

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফরিদপুর জেলা হতে ৪১ জন পুরুষ ও ৭ জন নারী মোট ৪৮ জন প্রার্থীকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম।

নিয়োগ বোর্ডের সভাপতি অংশগ্রহণকারী সকল কৃতকার্য প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান সোমবার।

ফরিদপুরে নবাগত পুলিশ সদস্যদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, 'যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে বলে আশা করছি'।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএম সহ ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

(আরআর/এসপি/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test