E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দিনাজপুরে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

২০২৪ মে ২১ ২২:০১:৩৬
দিনাজপুরে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর দুইটায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের চাপায় ডালিম চন্দ্র (২৪) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়।

এ ঘটনা নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। তিনি জানান,ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ঘটনার পর পালিয়েছে। নিহত ডালিমের বাড়ি ৩ ফাজিলপুর ইউনিয়নের ঝাঞ্জিরা গ্রামে।

মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলায় বজ্রপাতে আনজুয়ারা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আনজুয়ারা ওই ইউনিয়নের বাইশাপাড়া গ্রামের শফিক উদ্দীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মোবাররক হোসেন জানান, সকাল ৮টার দিকে ঝিড়িঝিড়ি বৃষ্টিতে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে যান আনজুয়ারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে একই দিনে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নে খামাত আদর্শ গ্রামে বাড়ির পাশের কদম গাছে গলায় ফাঁস দিয়ে শাকিল আহমেদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা গাছে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় দু'টি ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে কারো কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে শাকিলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

(এসএএস/এএস/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test