E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দিনাজপুরে বাবু, আফসার, বিপু ও ফারুক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ মে ২১ ২২:০৮:০১
দিনাজপুরে বাবু, আফসার, বিপু ও ফারুক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনাজপুরের ৪ টি উপজেলার নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে।

এতে দিনাজপুরের বিরল উপজেলায় এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু আনারস প্রতীকে ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে পূর্ণ রায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন,৪১ হাজার ২৬২ ভোট। অন্য চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির এডভোকেট সুধীর চন্দ্র শীল দোয়ার কলম প্রতীকে ৪ হাজার ৫৩৮ ভোট এবং ফারুক আজম (সরে দাঁড়িয়ে ছিলেন) ঘোড়া প্রতীকে ৩৫২ ভোট পেয়েছেন।

বোচাগঞ্জ উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আফসার আলী। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৮৬০ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা এডভোকেট জুলফিকার হোসেন আনারস প্রতীকে ৩৩ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।

বীরগঞ্জ উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,সাবেক ছাত্রলীগ নেতা আবু হোসাইন বিপু। তিনি আনারস প্রতীকে ৪৪ হাজার ৩০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মো.আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১৮ ভোট ।

কাহারোল উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম ফারুক। তিনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছে ৩৩ হাজার ১৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সদস্য মো. আরমান সরকার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন, ২৫ হাজার ১২ ভোট ।

অন্যদিকে দিনাজপুরের বিরল উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা (মাইক) মার্কা ৬৯ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদন্দী প্রার্থী আমিনুল ইসলাম (টিউবওয়েল) মার্কা ১৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও আব্দুল হালিম (তালা) মার্কা ১৩ হাজার ১৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারো ফিরোজা বেগম সোনা (পদ্ম ফুল) মার্কা ৫৮ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদন্দী প্রার্থী সুলতানা ইয়াসমিন (ফুটবল) মার্কা ৩৫ হাজার ২৭২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও তছলিমা খাতুন (হাস) মার্কা ৫ হাজার ৮৩৪ ভোট পেয়েছেন।

(এসএএস/এএস/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test