E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজারহাটে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি চেয়ারম্যান নির্বাচিত 

২০২৪ মে ২১ ২৩:৩৯:১৯
রাজারহাটে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি চেয়ারম্যান নির্বাচিত 

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রামের রাজারহাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণণা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। রাত সাড়ে ১০টায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। 

রাজারহাট উপজেলা নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। এ উপজেলায় মোট ভোটার ১৬৭৮৫১। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩০২৯ জন ও মহিলা ভোটার ৮৪৮২২ জন। মোট কেন্দ্র ৬৩টি। বুথ ৪৪৯টি। চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি (মোটরসাইকেল) ৩৭৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুনুর মোঃ আক্তারুজ্জামান (আনারস) ১৮৭৭৩ পেয়েছে ভোট ও ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার (চশমা) ৩১৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটমতম প্রতিদ্বন্ধী নাজমুল হুদা নাজু (টিউবয়েল) ১৬৪৪৫ পেয়েছে ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা আক্তার (হাঁস) ২৯৭৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটমতম প্রতিদ্বন্ধী মাধবী রানী (ফুটবল) ২৩৭৯৬ পেয়েছে ভোট।

(পিএস/এসপি/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test