E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান কারাগারে

২০১৪ নভেম্বর ১৯ ২০:০৭:৪৩
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান গতকাল বুধবার কিশোরগঞ্জের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মোঃ শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পন পূর্বক জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

চলতি বছরের ১৯ মার্চ জেলার ইটনা উপজেলার পশ্চিম কুমারহাটি গ্রামের মো: আলী হোসেন তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে ঐদিন ইটনা উপজেলা নির্বাচনের গণসংযোগের সময় পশ্চিমগ্রাম ডিডি মাদ্রাসা প্রাঙ্গনে এক সমাবেশ অ্যাডভোকেট ফজলুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উস্কানীমূলক বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ করা হয়।

এ প্রক্ষিতে ইটনা থানার পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম মিয়া তদন্ত শেষে গত ১৮ আগস্ট একটি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে সাধারণ ডায়েরিতে বর্ণিত অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণ হওয়ায় দন্ডবিধি আইনের ১২৪-ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উস্কানীমুলক বক্তব্যের মাধ্যমে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও উস্কানী সৃষ্টির অভিযোগ আনা হয়।

অ্যাডভোকেট ফজলুর রহমান উচ্চ আদালত থেকে তাকে হয়রানি না করার জন্য নিদের্শনা এনে আদালতে এসে আত্মসমর্পন করেন। আদালত তার সকল কাগজ ও যুক্তি পর্যালোচনা করে তার জামিন নামঞ্জুর করেন।



(পিকেএস/এসসি/নভেম্বর১৯,২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test