E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ১৪ শিক্ষকের জরিমানা

২০১৪ নভেম্বর ১৯ ২৩:০১:২৪
কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ১৪ শিক্ষকের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুরে জেএসসি পরীক্ষা চলাকালী সময়ে কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ শিক্ষকের জরিমানা করেছে।

বুধবার দুপুরে উপজেলার আমলা-সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ শিক্ষকের ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এছাড়াও দন্ডপ্রাপ্ত ওই সকল শিক্ষকদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা পাবলিক পরীক্ষা সমূহ অপরাধে ১৯৮০ সালের ১২ ধারায় নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল আলিম, হাফিজুর রহমান, আমলা-সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, জালাল উদ্দিন, কেবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, রাজিবুল হক, কুশাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুর রহমান, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়ের উদ্দিন, কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমানারা খাতুন, ফয়েজ উদ্দিন, নূরুজ্জামানকে ৫ হাজার টাকা করে এবং জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম ও হামিদুল হককে ১ হাজার টাকা করে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দ্দার মোহম্মদ আবু সালেক প্রমুখ।


(কেকে/এসসি/নভেম্বর১৯,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test