E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দূর্ভোগ আর র্দূদশায় কবলিত সড়ক

২০১৪ নভেম্বর ২০ ১১:৩৫:২২
দূর্ভোগ আর র্দূদশায় কবলিত সড়ক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া চিনিকল হতে মিনাপাড়ার আড়াই কিলোমিটার সড়কের দীর্ঘদিন মেরামত বা পূন:নির্মাণ কাজ না হওয়ায় সড়কটি  যান চলাচলে প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

পথচারীদের হাঁটাচলা করতেও হোঁচট খেতে হয়। সড়কটির প্রায় সর্বত্রই ইট, পাথর-খোয়া উঠে গিয়ে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসিকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

বাধ্য হয়ে অনেক যানবাহনকে বিকল্প সড়ক অথবা খেলার মাঠ ধরে চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত সড়কে ভোগান্তির মাত্রা আরো বেড়ে দ্বিগুন হয়।

দীর্ঘ এক যুগেও সড়কটির মেরামত কাজ হয়েছে, এমন তথ্য কারো জানা নেই’ বলে জানান এলাকাবাসী।

তাদের অভিযোগ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেনদরবার করেও আজও তার সূরাহা হয়নি। জেলা শহরের সাথে ওই সড়কটি ধরে প্রায় দশ হাজার এলাকাবাসিকে প্রতিদিন স্কুল-কলেজ, অফিস-আদালত, মালা-মাল পরিবহণ, চিকিৎসাসেবা নিতে এবং কর্মক্ষেত্রে যাতায়াত করতে হয়।

সড়কটির বেহাল অবস্থার কারণে সড়ক দূর্ঘটনাতো আছেই, ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন, হচ্ছে সময়ের অপচয়।
মিনাপাড়ার বাসিন্দা শহিদুল বিশ্বাস জানান, সড়কের বেহাল অবস্থার কারণে তার দামী মোটর-সাইকেলটির ক্ষতিসহ সময়ের অপচয় হচ্ছে। মিনাপাড়ার দূর্দশা-কবলিত ওই সড়কটি ধরে কুষ্টিয়া শহর হইতে হাজরাহাটি রুটে চলাচলকারী ট্যাক্সীচালক ইসলাম জানান, ১১ কিলোমিটার রাস্তার শুধু ওই সড়কটি পাড়ি দিয়ে গন্তব্যে পৌছতে তাদের অর্ধেক সময় লেগে যায়।

কুষ্টিয়ার এলজিইডি’র অধিন সড়কটির কবে নাগাদ পূন:নির্মাণ বা মেরামতকাজ হবে, কারো কাছে তার কোন সদুত্তর নেই।



(কেকে/এসসি/নভেম্বর২০,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test