E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ফুলপুরে 

২০২৪ মে ২৮ ১৬:২০:৫৫
ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ফুলপুরে 

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরেও পড়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব। গত দু’দিনের ঝড়-তুফান ও বৃষ্টিতে মানুষজন এবং কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচণ্ড ঝড়ে ভেঙ্গে ও উপড়ে গেছে গাছপালা। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে উড়ে গেছে অনেক ঘরের ছাউনি। বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের সঠিক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় জলাবদ্ধতা সমস্যা বেশী দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। কৃষি ফসলের নতুন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। হাটবাজারে মানুষজনের আনাগোনা অনেকটাই কম। নতুন ধানের মৌসুম থাকার পরও বৃষ্টির কারণে স্থানীয় মোকামে ধানের আমদানি নেই বললেই চলে। বাজারগুলোতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। দুদিন যাবৎ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েছেন মানুষজন। বাসা বাড়ীতে দেখা দিয়েছে সাপ্লাইয়ের পানি সংকট। নষ্ট হয়ে যাচ্ছে ফ্রীজে থাকা সকল জিনিসপত্র। বিশেষ করে মোবাইল ফোনে চার্জ দিতে না পারায় পারিবারিক ও ব্যবসায়ীক যোগাযোগ রক্ষা করতে পাচ্ছেন না মানুষজন।

(এসআই/এসপি/মে ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test