E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়া-গৌরনদীসহ ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

২০২৪ মে ২৮ ১৭:২৬:৪৭
আগৈলঝাড়া-গৌরনদীসহ ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় রেমালের তান্ডবের কারনে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দক্ষিণাঞ্চলীয় উপজেলা আগৈলঝাড়া, গৌরনদীসহ ১৯টি উপজেলার ২৯মে ভোট গ্রহণ স্থগিত করেছে নিবাচন কমিশন।

২৭ মে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২৭ মে বরিশাল জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবুল কালাম স্বাক্ষরিত এক পত্রে আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা পরিষদে ২৯ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।

আগৈলঝাড়া, গৌরনদী ছাড়াও ২৯মে নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো হচ্ছে শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী, মঠবাড়িয়া, তজুমদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। নির্বাচন কমিশনের পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন।

(টিবি/এসপি/মে ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test