E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

২০১৪ নভেম্বর ২০ ১৫:৩০:৪৫
রাঙ্গাবালীতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

পটুয়াখালী  প্রতিনিধি : পটুয়াখালী রাঙ্গাবালীর বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। স্থানীয় আনোয়ার শিকদার, আলাউদ্দিন আঁকন, জাবের হাওলাদার, জাফর মোল্লা, সরওয়ার সিকদার ও তাহের হাওলাদারের উদ্যেগে পটুয়াখালী ক্লিনিকের সহযোগিতায় ন্যাশনাল ডর্ক্টস ফোরাম (এন ডি এফ) এর অর্থায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রোগী দেখা হয়। ডা. মেজর অবসরপ্রাপ্ত আ. ওয়াহাব মিনার, ডা. ফাহমিদা আহমেদ, ডা. মো. সোলায়মান হোসেন ও ডা. মো. হাফিজ উদ্দিন চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে ঔষধ বিতরন করেন বায়ো ফার্মা লিমিটেড। এতে ২১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন বলে ডা. আ. ওয়াহাব মিনার জানিয়েছেন। স্থানীয়রা জানান, প্রত্যন্ত এ অঞ্চলে বিনামূল্যে উন্নত চিকিৎসা প্রদান করায় সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে।

(আরআর/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test