E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নদী-খাল রক্ষার দাবিতে ৪টি সংগঠনের স্মারকলিপি প্রদান

২০১৪ নভেম্বর ২০ ১৭:৩৪:৪৩
নদী-খাল রক্ষার দাবিতে ৪টি সংগঠনের স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলার সকল নদী খালের উপর অবৈধ বাধ, স্থাপনা অপসারণ, আন্তর্জাতিক নৌ-রুট মংলা - ঘষিয়াখালী চ্যানেল বাচাঁনোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে ৪ টি সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মংলা ঘষিয়াখালী চ্যানেল বাঁচাতে দাউদখালী নদী খাল রক্ষা গ্রাম কমিটি, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন – বাপা , রামপাল-মংলা ওয়াপদা বেড়িবাধ বাস্তবায়ন সংগ্রাম কমিটি ও পিপলস্ রাইট ভয়েস (পিআরভি)’র রামপাল উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মো: আরিফের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ্যাড: মহিউদ্দিন সেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা খুলনা অঞ্চলের সমন্বয়কারী এ্যাড: বাবুল হাওলাদার, প্রভাষক মো: বজলুর রহমান, রামপাল প্রেসক্লাব সাধারন সম্পাদক ও বাপা সদস্য এমএ সবুর রানা, আফজাল হোসেন, প্রবীর বিশ্বাস, মিলন মন্ডল, অধ্যক্ষ পিযুষ কান্তি মিস্ত্রী, সৈয়দ সোহরাব হোসেন, শেখ আ: মান্নান, নীল কোমল রায়, মো: সাইদুল ইসলাম, রুমি সুলতানা, খোকন, কৃষ্ণা রানী দে, রাজিব অধিকারী, আ: রহিম প্রমুখ।

বক্তরা বলেন, অবিলম্বে রামপাল উপজেলার সকল সরকারি খালের বাধঁ অপসারণ ও পুণ:খনন করতে হবে। এছাড়া দাউদখালী নদী দখল করে সরকারি রেকার্ডীয় দাউদখালী নদীর ভিতর একটি বেসরকারি সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের জন্য দেওয়া ৮.২৩ একর জমি বন্দোবস্তোটি বাতিল করে অন্যত্র দেয়ার দাবি জানান।

(একে/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test