E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে জলসিঁড়ি সাহিত্য পত্রিকার এক যুগ পূর্তি

২০১৪ মে ০২ ১৬:৪৮:২৬
দুর্গাপুরে জলসিঁড়ি সাহিত্য পত্রিকার এক যুগ পূর্তি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে শুক্রবার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের কাগজ ‘জলসিঁড়ি’ এর এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি কুমুদিনী হাজংকে সংবর্ধণা জানানো হয়।

জলসিঁড়ি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শহীদ উল্লাহ খান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন চুন্নু, সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকার, মান্নান খান, কামাল পাশা, এ্যাডভোকেট মানেশ সাহা, রবীন্দ্র সরকার, অধ্যাপক রেমন্ড আড়েং, আদিবাসী নেতা মতিলাল হাজং, ভাস্কর অখিল পাল, সাংবাদিক সঞ্জয় সরকার, লেখক শিশির রাজন, মো: আলমগীর সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা, প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ। পরে রিদম সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

(এনএস/এলএস/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test