E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় ছাত্রকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

২০১৪ নভেম্বর ২২ ১৭:৪২:৫৯
বগুড়ায় ছাত্রকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ৯ম শ্রেণীর ছাত্র শোয়াইব আহম্মেদকে পিটিয়ে আহত করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এঘটনা স্কুলের অন্যান্য ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষনিক বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বগুড়া জিলা স্কুলের ছাত্ররা জানায়, শনিবার বেলা ১২টার সময় স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠান শুরু হলে স্কুল মাঠের অবস্থিত অডিটরিয়ামের ফটকের সামনে ৯ম শ্রেণীর ছাত্র শোয়াইব আহম্মেদকে চর থাপ্পড়, কিল ও লাথি দিয়ে ফেলে দেয় প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ। এতে সে কপালের বাম দিকে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। প্রধান শিক্ষক চলে গেলে অন্যান্য ছাত্ররা শোয়াইবকে উদ্ধার করে। পরে বিক্ষুব্দ ছাত্ররা স্কুল মাঠে বিক্ষোভ প্রদর্শন করে প্রধান শিক্ষকের অপসারন দাবী করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

আহত স্কুল ছাত্র শোয়াইব আহম্মেদ জানায় সে বেলা ১২টার সময় অডিটরিয়ামে প্রবেশের সময় প্রধান শিক্ষক তাকে চুল বড় রাখার কথা বলেই মারপিট করতে থাকে। একপর্যায়ে লাথি দিয়ে ফেলে রেখে মারপিট করে।

আহত স্কুল ছাত্র শোয়াইব আহম্মেদের পিতা বুলবুল আহম্মেদ জানান, শোয়াইব এর বা পাশের কপালের উপরিভাগে কিছু রক্ত দেখা গেছে এবং মারপিট করার জন্য তার শরীর ব্যথা করছে।

বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ জানান, স্কুলের প্রতিটি ছাত্রই সন্তানতুল্য। আমরা যখন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেছি ঠিক তখন জানতে পারি যে বাহিরে কিছু ছাত্ররা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাদের অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়। পরে ফাঁকি দিয়ে এসে আবারো বিশৃঙ্খলা করে। এতে তাদের শাসন করা হয়েছে মাত্র।

(এএসবি/এএস/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test