E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগাতিপাড়া ও লালপুরে ঝড়ে শতাধিক বাড়ি বিধ্বস্ত

২০১৪ মে ০২ ১৭:১৬:৫৮
বাগাতিপাড়া ও লালপুরে ঝড়ে শতাধিক বাড়ি বিধ্বস্ত

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে।

বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া,সাজিপাড়া,মাঝিপাড়া, মোল্লাপাড়া,কুঠিপাড়া ও ঘোষপাড়াসহ অন্তত ১০টি গ্রামের অর্ধশত কাঁচা বাড়ির টিনের চালা উড়ে যায়।

এসব গ্রামের বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি সহ অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বাগাতিপাড়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।

অপরদিকে ঝড়ের আঘাতে লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলের নন্দা ও কৃষ্ণা খামারের কর্মচারীদের বাসভবনের চালা উড়ে যায়। এর মধ্যে নন্দা ফার্মের গুদাম ঘরের চালা উড়ে যায়। ফলে বৃষ্টির পানিতে গুদাম ঘরে মজুদ ৬০ বস্তা ইউরিয়া ও এমওপি সার পানিতে ভিজে যায়। ঝড়ে এই দু’টি উপজেলার অসংখ্য গাছ উপড়ে যায়। এতে আমসহ উঠতি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার বেন জন চাম্বু গং জানান, শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাউল সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।

(এমআর/এটি/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test