E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচনে মাহবুব সভাপতি, সাগর সাধারণ সম্পাদক

২০১৪ নভেম্বর ২৩ ০৯:৩৬:৪০
কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচনে মাহবুব সভাপতি, সাগর সাধারণ সম্পাদক

কুষ্টিয়া প্রতিনিধি:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৪-২০১৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাহবুব-সাগর পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়লাভ করেছে।

বিপ্লব-মজিবুল পরিষদের প্রার্থীরা ৪টি পদে জিতেছেন।
শনিবার সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৯ টি পদের বিপরীতে দুটি পরিষদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে মাহবুব-সাগর পরিষদের গাজী মাহবুব রহমান (দৈনিক আজকের আলো) ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম বিপ্লব (দৈনিক আরশীনগর) পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে একই পরিষদের আল মামুন সাগর (সম্পাদক দৈনিক জয়যাত্রা, এটিএন বাংলা/যুগান্তর’র ষ্টাফ রিপোর্টার) ৭২ ভোট পেয়ে জিতেছেন, তার প্রতিদ্বন্দ্বী মজিবুল শেখ (দৈনিক কুষ্টিয়া) পেয়েছেন ৫২ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচনে মাহবুব-সাগর পরিষদের মিজানুর রহমান লাকী (দৈনিক সংবাদ) ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বিপ্লব-মজিবুল পরিষদের প্রার্থী ফারুক আহমেদ পিনু (এনটিভি) পেয়েছেন ৬৪ ভোট। এ পদে অপর দুই প্রার্থী মাহবুব-সাগর পরিষদের নূর আলম দুলাল (এসএ টিভি) পেয়েছেন ৫৭ ভোট এবং বিপ্লব-মজিবুল পরিষদের আব্দুর রাজ্জাক বাচ্চু (মাইটিভি) পেয়েছেন ৫৩ ভোট।
মাহবুব-সাগর পরিষদ থেকে যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী সোহেল রানা (গাজী টিভি) পেয়েছেন ৭৪ ভোট, একই পরিষদের শরীফ বিশ্বাস (চ্যানেল টুয়েন্টি ফোর) পেয়েছেন ৬৫ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী বিপ্লব-মজিবুল পরিষদের জামিল হাসান খান (স্বর্ণযুগ) পেয়েছেন ৫৪ ভোট এবং একই পরিষদের এসএম রাশেদ (সময় টিভি) ৫৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব-সাগর পরিষদের আবু মনি জুবায়েদ রিপন (দৈনিক বর্তমান)। তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব-মজিবুল পরিষদের শেখ হাসান বেলাল (আরটিভি) পেয়েছেন ৫৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মাহবুব-সাগর পরিষদের জহুরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন/একুশে টিভি) পেয়েছেন ৬৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব-মজিবুল পরিষদের হাসান আলী (বিডি নিউজ টুয়েন্টিফোর) পেয়েছেন ৫৪ ভোট। প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী মাহবুব-সাগর পরিষদের হাসিবুর রহমান রিজু (দৈনিক সত্যখবর) পেয়েছেন ৬৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব-মজিবুল পরিষদের আক্তার হোসেন ফিরোজ (আজকের সূত্রপাত) পেয়েছেন ৫৯। নির্বাহী সদস্য পদে মাহবুব-সাগর পরিষদের বিজয়ীরা হলেন, মীর আল আরেফিন বাবু (ডেইলী ইনডিপেন্ডেন্ট) নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ), তৌহিদী হাসান (প্রথম আলো), সাজ্জাদ রানা (দৈনিক সমকাল) এনামুল হক (দৈনিক দেশতথ্য), দেবাশীষ দত্ত (এশিয়ান টিভি) ও এএইচএম আরিফ (দৈনিক আলোকিত বাংলাদেশ)। এছাড়া বিপ্লব-মজিবুল পরিষদের বিজয়ী নির্বাহী সদস্য হলেন আল আলা মওদুদ (যুমনা টিভি) ও ফেরদৌস রিয়াজ জিল্লু (দৈনিক আরশিনগর)। নির্বাচনে ১২৭ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোট প্রদান করেন। এ নির্বাচন উপলক্ষে প্রেসক্লাবের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচন চলাকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রেসক্লাব পরিদর্শন করেন। প্রেসক্লাবে সার্বক্ষণিক উপস্থিত থেকে নির্বাচন তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহবুব। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খান, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব্¡ে ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার ওহিদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল ও সদর উপজেলা পরিসংখ্যান সহকারী আজিজুল হক। এছাড়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা পরিসংখ্যান অফিসের উচ্চমান সহকারী হাসানুজ্জামান, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনার রশীদ, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের কম্পিউটার অপারেটর আলফাজ উদ্দিন ও জেলা পরিসংখ্যান অফিসের সহকারী শাহীন আলম। উল্লেখ্য এর আগেও ২০১০-২০১২ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনেও মাহবুব রহমান ও আল-মামুন সাগর পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল।

(কেকে/এসসি/নভেম্বর২৩,২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test