E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহি:ষ্কার

২০১৪ নভেম্বর ২৪ ১৭:৫৮:২৬
মেহেরপুরে কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহি:ষ্কার

মেহেরপুর প্রতিনিধি : ছেলে পরীক্ষার্থী এমন তথ্য গোপন করে একই কেন্দ্রে সচিব হওয়ায় ও পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের নকলে সহায়তা ও কর্তব্যে অবহেলার অভিযোগে ২ জন শিক্ষিকাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহি:ষ্কার করা হয়েছে।

বহি:ষ্কৃতরা হলেন, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব পারভেজ সাজ্জাদ রাজা, হাড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকা খাতুন ও কাজিপুর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা খাতুন। সোমবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন করমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০৩ নং কক্ষ থেকে সেলিনা খাতুন ও তৌফিকা খাতুনকে বহি:ষ্কার করেন। এছাড়া পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর তথ্য গোপন রেখে পরীক্ষা কেন্দ্রে সচীব হওয়ায় পরাভেজ সাজ্জাদ রাজকে কেন্দ্র সচিব থেকে বহি:ষ্কার করেন। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও আবুল আমিন জানান, পরীক্ষায় অসুদাপায় অবলম্বন করার কারনে তাদের বহি:ষ্কার করা হয়েছে।

অপরদিকে, মেহেরপুর জেলায় চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার দ্বিতীয় দিনে নতুন করে আরো ১৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।এদের মধ্যে সদর উপজেলায় ৯২ জন, গাংনী উপজেলায় ৭৭ জন ও মুজিবনগর উপজেলায় ১৯ জন ছাত্র ছাত্রী রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান শিক্ষার্থী অনুপস্থিত এর তথ্য নিশ্চিত করেছেন।

(ইএম/এএস/নভেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test