E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে এবার বায়িং হাউজ কর্মকর্তা নিখোঁজ

২০১৪ মে ০২ ১৯:৩৬:০৪
নারায়ণগঞ্জে এবার বায়িং হাউজ কর্মকর্তা নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : এবার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হলেন তৌহিদুর রহমান (৩৫) নামে এক বায়িং হাউজ কর্মকর্তা। তৌহিদুর রহমান ২৯ এপ্রিল বাসা থেকে বের হয়। পরে তিনি আর বাসায় ফিরে আসেননি। এই ঘটনায় শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় তৌহিদুর রহমানের বাবা এখলাসুর রহমানতার ছেলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন।

এখলাসুর রহমান বলেন, তার ছেলে মিরপুর ১০ নম্বর একিউ ফ্যাশন নামে এক বায়িং হাউসে হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন। ২৯ এপ্রিল রাত ১২টার পর তৌহিদুরের মুঠোফোন থেকে আমার মুঠোফোনে একটি ম্যাসেজ আসে। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য ফরহাদ ও স্বপন দায়ী থাকবে।

তিনি আরও বলেন, ফরহাদ ও স্বপন মিরপুর এলাকাতেই থাকেন। তৌহিদ নিখোঁজ হওয়ার পরদিন ৩০ এপ্রিল মিরপুরের ওই বায়িং হাউজে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ছেলে তৌহিদুর অফিসে যাননি। ১ মে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় জিডি দায়ের করতে যান। কিন্তু থানার ওসি ও সেকেন্ড অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় শিমরাইলের সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় জিডি দায়ের করতে পারেননি। পরে শুক্রবার জিডিটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

(এএইচপি/অ/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test