E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

২০১৪ নভেম্বর ২৫ ১৭:১৯:১৭
কুয়াকাটায় পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে আসা নারী পর্যটকদের শ্লীলতাহানি, মারধর ও পুরুষ পর্যটকদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মামলায় পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নুরুল হক, খোকন হাওলাদার, আলমগীর ওরফে চোরা আলমগীর, দুলাল ও সন্ত্রাসী সোহরাবের পিতা রহিম বেপারী। পটুয়াখালীর কলাপাড়ার মহীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মঙ্গলবার সকালে এদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পর্যটকদের উপর হামলার ঘটনায় দায়িত্বে পালনে অবহেলার কারনে মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. আবুল কাসেমকে সোমবার রাতে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে পর্যটকদের উপর হামলার মূল পরিকল্পনাকারী সরকারদলীয় মহীপুর ইউপি চেয়ারম্যান মালেক আকনের ছেলে সোহাগ আকন এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

গত ২১ নভেম্বর (শুক্রবার) কুয়াকাটা সংলগ্ন ফাতড়ার বনাঞ্চল ভ্রমন শেষে ট্রলার যোগে মহীপুরের খালগোড়া এলাকায় ট্রলার নোঙর করার সময় সোহাগ আকনের নেতৃত্বে ১৫/২০ সশস্ত্র সন্ত্রাসী খুলনা ও বরগুনা থেকে আগত পর্যটক লিজা, চম্পা, নাজমা, ইব্রাহিম ও মিজানকে এক দড়ি দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করে। নারী পর্যটকদের শ্লীলতহানি ও তাদের সাথে থাকা স্বর্ণালংকার খুলে নেয়। এমনকি দুই ঘন্টাব্যাপী নির্যাতন শেষে তাদের দড়ি দিয়ে বেঁধে পতিতা ও পতিতার দালাল আখ্যায়িত করে মহীপুর বাজার ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ২২ নভেম্বর কলাপাড়া থানায় মহীপুরের চিহ্নিত সন্ত্রাসী ফজলু, মামুন, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মালেক আকনের ছেলে সোহাগ,নুরুল হক,ফেরদৌস, শাহিদ ও সোহরাবের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আহত পর্যটক বরগুনার আমতলীর চম্পা বেগম মামলা দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ কুয়াকাটায় ভ্রমণে এসে একাধিক নারী পর্যটক ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছে। এ চক্রটি ঐ ঘটনায় জড়িত থাকতে পারে। তাছাড়া কুয়াকাটা সৈকতেও এ চক্রের একটি সংঘবদ্ধ বাহিনী রয়েছে। কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থান থেকে গত কয়েক বছরে উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের লাশগুলো পর্যটকদের হতে পারে। এ চক্রটি তাদের ধর্ষন শেষে হত্যা করে লাশ ঐভাবে ফেলে রাখতে পারে। কারন কুয়াকাটা থেকে উদ্ধার হওয়া একটি লাশের পরিচয় কিংবা তাদের হত্যার রহস্য এখনও বের করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের রিমান্ডে নিলে এসব হত্যার রহস্য ও কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকদের মারধরে জড়িত সন্ত্রাসীদের নাম বেরিয়ে আসতে পারে।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান দায়িত্বে অবহেলার মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. আবুল কাসেমকে ক্লোজড করার কথা স্বীকার করেন।

পটুয়াখালীর ডিবি’র ওসি মো. আলমগীর হোসেন জানান, মামলা, ভিডিও ফুটেজ ও পর্যটকদের জবানবন্দী অনুযায়ী তারা আজ মঙ্গলবার চারজনকে গ্রেফতার ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। হামলাকারী সকলকে গ্রেফতারের জন্য তারা অভিযান অব্যাহত রেখেছেন।

(এমকেআর/এএস/নভেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test