E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় সেলাই প্রশিক্ষণ ও তৈরী পোষাক উৎপাদন প্রকল্প উদ্বোধন

২০১৪ নভেম্বর ২৫ ২০:১৯:৩০
বগুড়ায় সেলাই প্রশিক্ষণ ও তৈরী পোষাক উৎপাদন প্রকল্প উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ায় সেলাই প্রশিক্ষণ ও তৈরী পোষাক উৎপাদন( হ্যান্ডিক্রাফট )প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক এবিএম মোস্তফা কামাল। জীনিয়াস সমাজ কল্যাণ ফাউন্ডেশনের (জিএসকেএফ) এর উদ্যোগে প্রতিষ্ঠান কার্যালয়ে নির্বাহী পরিচালক হোসাইন মোহাম্মদ আ: বারীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ প্রকল্পর উদ্বোধন করা হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান সরকার, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ পশারী, সুপ্রভাত মাদকাসক্তি নিরাময় ও পূণর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক হাফিজার রহমান সুজন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রেজানুর রহমান তালুকদার, সাদেকুজ্জামান তালুকদার, শহর সমাজসেবা কার্যালয়ের সিনিয়র অফিস সহকারী আব্দুল গোফ্ফার, আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। নারীদেরকে স্বনর্ভির করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নাই। বর্তমান সরকার নারীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তাদেরকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা পোষাক তৈরী করে নিজেদের চাহিদা মিটিয়ে তা বাজারজাত করতে পারবে।


(এএসবি/এসসি/নভেম্বর২৫,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test