E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ  উদযাপন

২০১৪ নভেম্বর ২৫ ২০:৩৩:৫৬
বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ  উদযাপন

বগুড়া প্রতিনিধি: “পরিবারে শান্তি বিশ্বে শান্তি আনে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ’১৪ উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ এক র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করে।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্র্ণাঢ্য ভ্যান র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম।

র‌্যালি শেষে বগুড়া ওয়াইএমসিএ’র পল বেস্রা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিএইচ আর প্রোগ্রাম বগুড়া আর পি এম মোঃ তানজিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নারীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপপরিচালক এবিএম মোস্তাফা কামাল, পিএইচআর প্রোগ্রাম ঢাকার এডভোকেসি এন্ড কমিউনিকেশন ম্যানেজার শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ব্লাস্ট বগুড়ার সমন্বয়কারী আশরাফুন্নাহার স্বপ্না, পেস্ড এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএইচআর প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিস্ট নাজমুস সাদাত, প্ল্যান বগুড়া অফিসের ডিপিসি মাহবুবর রহমান, পিও ছাদেকা বেগম, লিগ্যাল এ্যাডভাইজার এ্যাডঃ রুয়েনা আক্তার শাপলা বগুড়া ওয়াইএমসিএ’র প্রোগ্রাম সেক্রেটারী মাইকেল আশের বেস্রা, এসপিজি ফাহিমা আকতার ও জয়নাব খাতুন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন পিএইচআর প্রোগ্রাম ওয়াইএমসিএ’র প্রোজেক্ট অফিসার সাজেদুর রহমান বকুল ও উপস্থাপনায় ছিলেন, বগুড়া ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান। আলোচনা সভা শেষে সংশপ্তক থিয়েটারের বিষয়ভিত্তিক দেছুট নামক একটি নাটিকা মঞ্চস্থ করা হয়।

(এএসবি/এসসি/নভেম্বর২৫,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test