E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ৪ মাস ধরে এসিল্যান্ড পদশুন্য

২০১৪ নভেম্বর ২৬ ১৭:০০:৩২
চাটমোহরে ৪ মাস ধরে এসিল্যান্ড পদশুন্য

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার গুরুত্বপূর্ণ উপজেলা চাটমোহর। প্রায় ৪ লক্ষ মানুষের বসবাস এখানে। অথচ গত প্রায় ৪ মাস ধরে সরকারী কমিশনার (ভূমি)’র পদশুন্য থাকায় জমির নামজারি (খারিজ) প্রার্থী এবং জমিজমা সংক্রান্ত কাজে আসা মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে চাটমোহর উপজেলা গঠিত। বৃহৎ এ উপজেলায় এসিল্যান্ড না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার দাপ্তরিক কাজ এবং জেলা প্রশাসনের বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসুচীতে অংশগ্রহন করার ফলে নামজারি প্রার্থীদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ২৭ জুলাই চাটমোহরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামছুজ্জামান বদলী হলে ওই পদটি শূন্য হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমি এসিল্যান্ডের পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আমরাও বৃহৎ উপজেলা চাটমোহরে এসিল্যান্ড নিয়োগের ব্যাপারে পত্র প্রেরণ করেছি। আশা করছি অল্পকিছু দিনের মধ্যেই এসিল্যান্ড পদে নিয়োগ দেয়া হবে।

জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়কে জানানো হয়েছে। পাশাপাশি মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়কেও অবগত করা হয়েছে। কিছু দিনের মধ্যেই চাটমোহরে এসিল্যান্ড নিয়োগ দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এসএইচএম/এএস/নভেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test