E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের পৃথক পৃথক কমিটি ঘোষণা

২০১৪ নভেম্বর ২৬ ২০:২১:০৫
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের পৃথক পৃথক কমিটি ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি :দীর্ঘ ১০ বছর পর কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন হলেও পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্মেলন শেষে কমিটি ঘোষণার কথা থাকলেও মঙ্গলবার রাতে কমিটি ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। অপরদিকে সম্মেলনকে অবৈধ ও অগঠনতান্ত্রিক ঘোষণা করে সংবাদ সম্মেলন ডেকে পাল্টা কমিটি ঘোষণা করেছে জেলা আওয়ামীলীগের অপর একটি অংশ।

পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে নতুন করে জটিলতার মুখে পড়েছেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজে যান আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা। সেখানে বসে সমঝোতার ভিত্তিতে একটি কমিটি ঘোষণা দেয়ার চেষ্টা করেন সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। তবে খোকসা উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খান নিজেকে সভাপতি পদে প্রার্থী দাবি করলে কমিটি ঘোষণা করা নিয়ে জটিলতা দেখা দেয়। এর আগে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি রবিউল ইসলামকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক আজগর আলীকে একই পদে রেখে কমিটি ঘোষণার চেষ্টা করা হয়। এর পর সমঝোতার পর আলহাজ্ব সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেটরা দাওয়াত না পেয়ে সম্মেলন বর্জন করেন ক্ষমতাসীন দলের এমপিসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা। রাতে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র আনোয়ার আলী।

লিখিত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। অগণিত কর্মী-সমর্থকদের ক্ষোভ ও বিক্ষোভের মুখে এবং চাওয়া-পাওয়ার ভিত্তিতে সংবাদ সম্মেলন থেকে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।

পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার আলীকে সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবদুর রউফকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফরকে সহ-সভাপতি রাখা হয়েছে।

৭১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের এ কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, নিজাম উদ্দিন লাইট, শফিউল ইসলাম কোবাত, মোঃ আজগার আলী, হাসান মুনীর মুফতি, শফিউর রহমান মন্টু, মাসুদুর রহমান তোতা, জয়নাল আবেদীন, এ্যাডঃ নুরুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদ, ডাঃ আমিনুল হক রতন, এ্যাডঃ দেওয়ান ছরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক পুলক, আসাদুল হক সোলেমান, এ্যাডঃ দেওয়ান মাসুদ করিম মিঠু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আবু, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডঃ লালিম হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাইন উদ্দিন মিয়াজী, দপ্তর সম্পাদক জিল্লুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান বকুল, প্রচার সম্পাদক আব্দুল লতিফ প্রামানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রইচ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলতাফ মাহামুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা দিনা লাইলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাইয়ুম নাজার (মুক্তিযোদ্ধা), যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ পারভেজ আনোয়ার তনু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মেজবাউল ইসলাম পিয়ারু, শ্রম সম্পাদক এ.বি.এম. ইসরাফিল, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, উপ-দপ্তর সম্পাদক মীর সাইফুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক এনাম হান্নান বিশ্বাস, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সদস্য মাহবুব-উল-আলম হানিফ, আফাজ উদ্দিন আহমেদ, লায়লা ইউসুফ, আব্দুল মজিদ (খোকসা), সুলতানা তরুন, সাইফ-উল-হক মুরাদ, মূলতানুর রহমান, হযরত আলী, আনিছ কোরাইশী, রইচ উদ্দিন আহমেদ, ডাঃ আসমা জাহান লিজা, আলম-আরা জুঁই, আলী আকবর, মোজাম্মেল হক এমেছ, এ্যাডঃ রানা সিদ্দিকী, মমতাজ বেগম (কুমারখালী), আকতার জাহান, পলাশ স্যান্নাল, খন্দকার সাজেদুল হক ছকু, শামসুদ্দিন আহমেদ ( কুষ্টিয়া সদর), ডাঃ সরোয়ার হোসেন, আতাউর রহমান লবন, আব্দুল মোমেন, এনামুল হক মনজু, আক্তারুজ্জামান, সেলিম হক, আব্দুল মজিদ (কুমারখালী), কারিবুল ইসলাম উজির, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন, মান্নান মোল্লা, শ্রী সুনীল কুমার চক্রবর্তী, খুরশীদ আলম, এ্যাডঃ ইমরান হোসেন দোলন ও মোঃ ওলিউল ইসলাম চৌধুরী (বিপ্লব) প্রমুখ।

(কেকে/এসসি/নভেম্বর২৬,২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test