E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে ‘গৃহবন্দি’ মা-ছেলেকে উদ্ধার করেছে পুলিশ

২০১৪ নভেম্বর ২৭ ১১:১৪:০১
ফেনীতে ‘গৃহবন্দি’ মা-ছেলেকে উদ্ধার করেছে পুলিশ

ফেনী প্রতিনিধি : ফেনী শহরের শাহীন একাডেমী সড়ক থেকে ভাইয়ের ‘কারাগারের বন্দিজীবন’ থেকে ৫ বছর পর অবশেষে মুক্তি মিলেছে জাহানারা বেগম রোজী এবং তার কিশোর ছেলে মেহেদী ইসলাম জীমুনের।

স্থানীয় একটি দৈনিক পত্রিকার সংবাদের সূত্র ধরে বুধবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ রোজী ও তার ছেলেকে উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্পত্তি আত্মসাতের জন্য ২০০৯ সালের শেষ দিকে বোন ও ভাগনেকে শহরের শাহীন একাডেমী রোডের পৈত্রিক বাসার একটি কক্ষে আটক করে রাখে বড় ভাই শেরশাহ।

এই পাঁচ বছরে তাদের খোঁজ নেয়নি কোনো আত্মীয়-স্বজন। দীর্ঘ ৫ বছরে এক মিনিটের জন্যও মা-ছেলে সূর্যের আলো দেখেনি। অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন-যাপন করতেন তারা।

বুধবার তাদের উদ্ধারের পর চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ঘটনাটি অত্যন্ত নির্মম। পুলিশ ঘটনাস্থল থেকে মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ওএস/এইচআর/নভেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test