E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধ

২০১৪ মার্চ ১৩ ১১:২৯:৪২
আশুলিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধ

আশুলিয়ায় দ্রুতগতির একটি যাত্রীবাহি বাসের চাপায় নান্নু (৩০) নামের পোশাক কারখানার এক কর্মকতা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহসড়কের চক্রবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নান্নুর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকায় বাসিন্দা। তিনি গাজীপুরের  চক্রবর্তী এলাকার বেক্সিমকো গ্রুপের সিএফসিএল কারখানার ফিনিশিং শাখার ইনচার্জ হিবেসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহত নান্নু নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুর থেকে ছেড়ে আসা সাভারগামী পলাশ পরিবহনের একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই পোশাক কারখানার ওই কর্মকর্তার মৃত্যু হয়।

গাড়ী চাপায় ফিনিশিং ইনচার্জ নান্নুর মৃত্যুর সংবাদ কারখানার অন্যান্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ওই মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসহ অসংখ্য এসএসসি পরিক্ষার্থী।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর ওই মহাসড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। পুলিশ বাস ও এর চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে।

(এম/অ/মার্চ ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test