E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে বর ও কনের পিতার এক মাসের কারাদণ্ড

২০১৪ নভেম্বর ২৭ ১৬:১০:৫৪
মেহেরপুরে বর ও কনের পিতার এক মাসের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি : মাদ্রাসা ছাত্রীর সঙ্গে বাল্যবিয়ে করতে গিয়ে ফেঁসে গেছেন মফিজুর রহমান (২৫) নামের এক যুবক। বর মফিজুর রহমান ও কনের পিতা জহির উদ্দীনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মন্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুরন্দরপুর গ্রামের কৃষক জহির উদ্দীনের মেয়ে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ঝিমি আক্তারের (১৪) সঙ্গে সদর উপজেলার শালিকা গ্রামের সমাজুল ইসলামের ছেলে ব্যবসায়ী মফিজুর রহমানের বিয়ে ঠিক হয়। আজ দুপুরে বরযাত্রী সহ মফিজুল ইসলাম কনের বাড়িতে পৌছান। এসময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বর মফিজুল ও কনের পিতা জহির উদ্দীনকে আটক করেন। পালিয়ে যায় বরযাত্রীরা। ১৯২৯ সনের বাল্যবিবাহ আইনে বর ও কনের পিতাকে দোষী সাব্যস্ত করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্দেশে দুজনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।

(এনবি/এএস/নভেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test