E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ২ যুগ ধরে ৫০০ পরিবার বিদ্যুৎ বঞ্চিত

২০১৪ নভেম্বর ২৭ ১৬:৫৮:০৫
লক্ষ্মীপুরে ২ যুগ ধরে ৫০০ পরিবার বিদ্যুৎ বঞ্চিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপরের রায়পর উপজেলার সীমান্তবর্ত্তী  ১নং উত্তর হামচাদি ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর শ্যামগঞ্জ এলাকার ৫০০ পরিবার দুই যুগ ধরে বিদ্যুৎ সুবিধা না পেয়ে অন্ধকারে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ওই এলাকায় গেলে স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে , বিগত ১৯৯০ইং সনে শ্যামগঞ্জ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

কিন্তু ওই ইউনিয়নের শ্যামগঞ্জ এলাকার ৫০০ পরিবার বিদ্যুৎ সুবিধা পায়নি সেসময়। ১৯৯২ সালে অবহেলিত ওই এলাকার লোকজন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদন করেও আজও কোন সুফল পায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই আবেদনটি মহাপরিকল্পনার ৯০ নম্বর সিরিয়ালে আছে। কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তা কেউ বলতে পারছে না। বিদ্যুতের অভাবে ওই এলাকায় প্রতিদিনই চুরি ডাকাতি রাহাজানিসহ অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হচ্ছে। এছাড়াও শিক্ষার্থী ও পরীক্ষাথীদের লেখাপড়া, উন্নত কৃষিকাজসহ ব্যবসায়িক ও সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

ওই এলাকার ফকিরবাড়ির বাসিন্দা শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই বলেন, দুইযুগেরও বেশি সময় ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহু আবেদন নিবেদন করেও কোন কাজ হচ্ছে না। বিদ্যুতের অভাবে গ্রামের উন্নয়নই শুধু থমকে রয়নি সেই সাথে দিন দিন এলাকার আইনশৃংখলা অবনতি হচ্ছে। চুরি ডাকাতি, মাদক, সন্ত্রাসসী কর্মকাণ্ডসহ অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে এলাকাটি।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, আমাদের এলাকাটি লক্ষ্মীপুর জেলার সবচাইতে অবহেলিত জনপদ। রায়পুর ও রামগঞ্জ উপজেলার সিমান্তবর্ত্তী হওয়ায় এলাকায় চোরের উপদ্রবসহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে। অনতিবিলম্বে এ এলাকটিকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনে এলাকার সামগ্রিক উন্নয়নের দিকে নজর দেওয়া জরুরি। তিনি এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

(পিকেআর/এএস/নভেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test